গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিনব্যাপী নানা কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯.৪৫ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে একে একে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন,থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতিয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋনের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে বিআরডিবি কর্মকর্তা দিলারা মনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খাঁন,থানা অফিসার ইনচার্জএইচএম লুৎফুল কবির,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া প্রমুখ।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, সুশীল সমাজ ও উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
৪৭৫ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪৯১ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
৫২৫ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
৫৪২ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫৫৯ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে
৫৮৮ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৫৯৪ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৫৯৫ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে