গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ২০২৩ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে “শিক্ষার মান উন্নয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশিতকরণে শীর্ষক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) সকাল ১১ টায় উপজেলা অডিটররুমে প্রধান শিক্ষকদের নিয়ে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে ও শিক্ষা অফিসার রমিতা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আমাদের মনে রাখতে হবে মান সম্মত শিক্ষার ধারণা একটি ব্যাপক বিষয়, শিক্ষার্থীরা কি শিখলো সেটিই গুরুত্বপূর্ণ বিষয়। কোন শিক্ষার্থী যদি মোবাইলে আসক্ত হয়ে রাত জেগে অযথা মোবাইল ফোন ব্যবহার করে তাহলে শিক্ষার ব্যাপক ব্যাঘাত ঘটবে। এ জন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। সেই সাথে শিক্ষার্থীরা নিয়মিত পাঠ্যবই পড়ছে কিনা তা দৃষ্টি রাখতে হবে।একমাত্র সুশিক্ষা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে বাস্তবতার উপর পাঠদানের পরামর্শ প্রদান করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই শিক্ষার্থীরা মানসন্মত শিক্ষা অর্জন করে ভবিষ্যতে এদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।
এ-সময় অত্র উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ইমানউল্লাহ শেখ ইমু, দপ্তর সম্পাদক জসিমউদদীন শিকদার,উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধানসহ দলীয় নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
৪৭৬ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৯২ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
৫২৬ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৫৪৩ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
৫৬০ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৫৮৯ দিন ১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫৯৫ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
৫৯৬ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে