কুড়িগ্রাম সদরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদমান সাদিক (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় নিহতের বন্ধু মোটরসাইকেলের অপর আরোহী হিমু গুরুতর আহত হয়েছেন
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম ধরলা ব্রিজ পশ্চিম পাড়ের কাছে ট্যানারি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সাদিক পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে।সে আগামী বছর এসএসসি পরিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শহরের ট্যানারি পাড়া এলাকায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের নিচে ঢুকে পরে নিহতের মোটরসাইকেলটি। এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে ট্রাকের নিচ থেকে দুই আরোহীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন। হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিক নামের এক কিশোরকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী হিমুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত হিমুর অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে নিহত সাদিকের পরিবারের সদস্যদের কান্নায় হাসপাতাল চত্বরের বাতাস ভারি হয়ে উঠে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১৯ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে
১২২ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১২৩ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
১২৬ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২৭ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে
১২৮ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩৩ দিন ৩০ মিনিট আগে
১৩৩ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে