কুড়িগ্রামে বিনামূল্যে মহিলা চিকিৎসক দ্বারা আলট্রাসনোগ্রাম ও চিকিৎসাসেবা দিচ্ছে সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক নামের একটি বেসরকারি ক্লিনিক।
সপ্তাহের প্রত্যেক শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনামূল্যে আলট্রাসনোগ্রামসহ গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা দিয়ে আসছে ক্লিনিক কতৃপক্ষ।
তবে গর্ভবতী মায়েদের অন্যান্য রোগ যেমন, ডায়াবেটিস,উচ্চরক্তচাপ, খিঁচুনি,হাঁপানী সহ অন্যান্য রোগের চিকিৎসা গর্ভবতী মায়েদের নিজ খরচে করতে হবে।
যেসকল গর্ভবতী মায়েরা কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা এবং আর্থিকভাবে অস্বচ্ছল অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে এসে নাম নিবন্ধন করে সিরিয়াল নেয়ার আহবান জানিয়েছে ক্লিনিক কতৃপক্ষ। কেননা নিবন্ধিত প্রথম ৩০০জনকে ফ্রি আল্ট্রাসনোগ্রাম সুবিধার আওতায় আনা হবে।
এছাড়া পরবর্তীতে যারা ফ্রি নরমাল ডেলিভারি ও প্রয়োজনে সিজারিয়ান অপারেশন করতে ইচ্ছুক তাদেরকেও আগেই নাম নিবন্ধন করতে হবে।
এ বিষয়ে সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে ডাঃ জিএম আরিফ বলেন, বর্তমানে সচেতনতার অভাবে সন্তানসম্ভবা মায়েদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।এতে অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি ও প্রসবকালীন সময়ে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।যা আমাদের জন্য,দেশের জন্য হিতে বিপরীত।তাই নিরাপদ গর্ভধারণের জন্য সেন্ট্রাল ক্লিনিকের ব্যবস্থাপনায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে আলট্রাসনোগ্রাম করানো হবে ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হবে।
১১৯ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে
১২২ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১২৩ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২৬ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
১২৭ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে
১২৮ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১৩৩ দিন ৩৫ মিনিট আগে
১৩৩ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে