কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে মেহের জামাল (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। পেশায় তিনি দরজি ছিলেন।
রোববার (১৯ মে) রাত ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় নয়ার হাট গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে বজ্রবৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থামার পর মেহের জামাল দর্জি বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে কাজ শেষে বাড়ি যাওয়ার পথে ওয়াপদা সড়কে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বজ্রপাতে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।
১১৭ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১১৯ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
১২১ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
১২৪ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
১২৫ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২৫ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩০ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩০ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে