কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ও বিকালে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়া ও জুলেখা বিবির পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।
মৃত্যুবরণকারীরা কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আবছারের ছেলে আব্দুল মোকাররম (৭) এবং একই ইউনিয়নের জুলেখা বিবির পাড়ার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে জান্নাতুল বকেয়া (৪)।
স্থানীয়দের বরাতে আলাউদ্দিন আল আজাদ বলেন, সোমবার দুপুরে দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যা পাড়ায় আব্দুল মোকাররম সহ স্থানীয় কয়েক শিশু বসত ভিটায় খেলাধুলা করছিল। এক পর্যায়ে অভিভাবকদের অগোচরে বসত ভিটা লাগোয়া পুকুরে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পানিতে ভাসমান অবস্থায় আব্দুল মোকাররমকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিকাল ৩ টায় দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুলেখা বিবির পাড়ায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল বকেয়া নামের আরও এক শিশুর মৃত্যু ঘটে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।
আলাউদ্দিন আল আজাদ বলেন, জান্নাতুল বকেয়াসহ প্রতিবেশী আরও কয়েক শিশু বাড়ীর আঙ্গিনায় খেলাধুলা করছিল। এক পর্যায়ে বাড়ীর আঙ্গিনা লাগোয়া পুকুরে সে পড়ে যায়। এতে অন্য শিশুদের ডাকা-ডাকিতে স্থানীয়রা ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।
২ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
১৪ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৭ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে