কক্সবাজারের কুতুবদিয়ায় অধ্যক্ষ নূরুজ্জামান হেলালী স্মৃতি সংসদ এর উদ্যোগে গাছ লাগাই—ধরণী বাঁচাই স্লোগানে (৩০ জুন) রবিবার সকালে ইমাম আবু হানিফা একাডেমী দাখিল মাদরাসার মাঠেএ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ভোধন করেন কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম।
এসময় উপস্থিত ছিলেন মানবধিকার কমিশন কুতুবদিয়ার সাধারণ সম্পাদক আবু আক্কাস ইশতিয়াক। ইমাম আবু হানিফা একাডেমি মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মনির উল্লাহ, শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, আবদুল করিম, মাওলানা জসিম, মুসা কলিম উল্লাহ, মোহাম্মদ আলম, অধ্যক্ষ নূরুজ্জামান হেলালী স্মৃতি সংসদের সভাপতি এম রিদুয়ানুজ্জামান হেলালি ও সহ-সভাপতি গোলাম আজম ছোটনসহ অত্র সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় উক্ত সংগঠনের সভাপতি হেলালী বলেন সারা কুতুবদিয়ায় এই বছর বজ্রনিরোধ এবং দ্বীপ বাঁচাতে ১০০০ তালগাছ ও অন্যান্য জাতের ৪,০০০ গাছসহ মোট ৫,০০০ গাছ রোপণের পরিকল্পনা আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম দৈনিক দেশচিত্রকে বলেন, এই দ্বীপ দেশ এবং এই পৃথিবী বাঁচাতে গাছ লাগানোর অত্যাধিক গুরুত্ব রয়েছে। অনুষ্ঠানে মানবাধিকার কমিশন সাধারণ সম্পাদক -ইশতিয়াক বলেন, কুতুবদিয়ায় যখন গাছ নিধন প্রক্রিয়া চলতেছে ঠিক তখনই অধ্যক্ষ নূরুজ্জামান হেলালী স্মৃতি সংসদ নিজস্ব অর্থায়নে গাছ রোপণের উপর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। উপস্থিত ব্যক্তিবর্গ এই মহৎ উদ্যোগকে চালিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা ও উদ্যোগি হওয়ার আশ্বাস দেন।
৯ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১৬ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
২০ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে
২০ দিন ১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
২১ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে