হবিগঞ্জের মাধবপুরে জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১২ জানুয়ারী) দুপুরে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে বিল্লাল মিয়া (২৬) মাটি পরিবহণ গাড়ীসহ আটক করে। পরমানন্দপুর গ্রামের খেলু মিয়ার ছেলে বিল্লাল মিয়া।
সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনে নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় মাটি উত্তোলন করে আসছিলো। তাদের ধরতে উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। সেই ধারাবাহিকতায় অবৈধভাবে মাটি উত্তোলনের সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই অপরাধে জড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৬৭ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে
৭৮ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮৪ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৮৫ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৪০৪ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৩০ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪৩৫ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪৪৪ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে