যশোরের মণিরামপুর ও অভয়নগর উপজেলার ৯৬ গ্রামের প্রাণকেন্দ্র বলে খ্যাত মশিয়াহাটীতে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবের মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শনিবার শুরু হয়েছে। মহাষষ্ঠীতে পুজামন্ডপ পরিদর্শন করেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার।
শনিবার রাত সাড়ে ১১ টায় স্বপরিবারে আসেন ঐতিহ্যবাহী মশিয়াহাটী সর্বজনীন দূর্গা মন্দিরে। দূর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়ের হাতে তুলে দেন পুজার উপঢৌকন। এবারের দূর্গোৎসবে তৈরি হয়েছে দর্শনীয় প্রতিমা ও প্যান্ডেল, করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। দুই উপজেলার ১৪ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র দুর্গাপূজা উদ্যাপিত হয় মশিয়াহাটীতে। মন্ডপের মূল গেট থেকে রাস্তার দুইপাশে প্রায় এক কি.মি জুড়ে রয়েছে মশিয়াহাটীর স্বপ্না ডেকোরেটর ও লাইটিং এর আলোকসজ্জা। অতিথিদের অভ্যর্থনার জন্য রয়েছে নির্দিষ্ট একটি মঞ্চ ও প্যান্ডেল। অভ্যর্থনা মঞ্চে বক্তব্য কালে জেলা পুলিশ সুপার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকলে নির্বিঘ্নে পুজা উদযাপন করুন, আনন্দ উৎসব করুন, বাংলাদেশ পুলিশ আপনাদের সাথে রয়েছে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হুসাইন, এসপি (সার্কেল) আশেক মামুন সুজা, মণিরামপুর থানার ওসি (সার্বিক) নূর-এ-আলম সিদ্দিকি, নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আতিকুজ্জামান, ফাল্গুন মন্ডল, শংকর রায়, সাংবাদিক রিপন হোসেন সাজু সহ পুজা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মশিয়াহাটী সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি শেখর চন্দ্র রায় জানান, ৯৯তম বছরে এবারের পুজা উদযাপিত হচ্ছে তাই আয়োজন কিছুটা কম। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর শততম বছরের আয়োজন হবে দেশসেরা।
৬২২ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৩৯ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬৪০ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৬৪৫ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৪৮ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৫০ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৫৩ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬৫৩ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে