যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্বরণপুর প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় এ বিপুল পরিমাণের টাকার একটি ব্যাগ কুড়িয়ে পায় সকালে স্কুলে আসা শিশু শিক্ষার্থীরা।
ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথে মণিরামপুর ও ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই বিপুল পরিমাণের টাকা হেফাজতে নেন।
স্থানীয়রা জানান, রোববার সকাল আটটার দিকে রোহিতা স্বরণপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা স্কুলে আসে। এ সময়ে শিক্ষার্থীরা স্কুলের আঙিনায় একটা ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটা পড়ে থাকতে দেখে বিষয়টি স্কুলের শিক্ষককে জানায়। এরপর স্কুল শিক্ষকরা পুলিশকে খবর দিলে ঝিকরগাছা ও মণিরামপুর থানা পুলিশ ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই টাকার ব্যাগটি উদ্ধার করেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, যদিও টাকা পাওয়ার স্থানটি মণিরামপুর থানার অধিভুক্ত এলাকার। কিন্তু আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি ব্রিটিশ টোবোকোর বিপুল পরিমাণে টাকা খোয়া যাওয়ার ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা করা হয়। সেই মামলার ভিত্তিতে পরে ব্রিটিশ টোবোকোর ম্যানেজার টাকাগুলো ওখানে ফেলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝিকরগাছা থানা পুলিশ টাকাগুলো উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ১৯ লাখ ৬০ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়েছে ।
৬২২ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৩৯ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬৪০ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৬৪৫ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৪৮ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৫০ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
৬৫৩ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬৫৩ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে