মহেশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (০৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি শ্রদ্ধার্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মহেশখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-২ (মহেশখালী- কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এফ.এম শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাশ, কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল, মহেশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ কুতুবী, বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ, মহেশখালী ফায়ারসার্ভিস স্টেশন অফিসার পুলক কান্তি সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিতাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এর আগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে মহেশখালী উপকূলীয় বনবিভাগের মহেশখালী রেঞ্জ কার্যালয়ে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
১৩৯ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪৩ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৫১ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১৬০ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬০ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে
১৬০ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
১৬০ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১৬২ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে