মহেশখালী ঘাট থেকে কক্সবাজার যাওয়ার পথে যাত্রীবাহী একটি স্পিডবোটের খোড়ল পেটে সাগরের মাঝপথে দুর্ঘটনার শিকার হয়।
রবিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬ টায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক মহেশখালী ঘাট থেকে তিনটি স্পিডবোট গিয়ে দুর্ঘটনার শিকার ওই স্পিডবোটে থাকা ৭ যাত্রীসহ স্পিডবোটটি উদ্ধার করা হয়েছে বলে জানান মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। দুর্ঘটনার শিকার ওই স্পিডবোট মহেশখালী পৌরসভার বাসিন্দা সেলিম উল্লাহ’র পুত্র মো. মোরশেদ আলমের মালিকানাধীন বলে জানা যায়।
স্পিডবোটে যাতায়াত করা যাত্রীদের লাইফ জ্যাকেট দেওয়ার নির্দেশনা থাকলেও কোনো যাত্রীকে লাইফ জ্যাকেট দেওয়া হয় না বলে অভিযোগ যাত্রীদের। মহেশখালী কক্সবাজার এই নৌ-পথে যাত্রীবাহী অনেক স্পিডবোটের ফিটনেস দুর্বল। এইসব ফিটনেসবিহীন স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং লাইফ জ্যাকেট নিশ্চিত করার দাবী সচেতন মহলের।
১৩৯ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
১৪৩ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫১ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে
১৬০ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬০ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
১৬০ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬০ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
১৬২ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে