কক্সবাজারের মহেশখালীতে লবণ বিক্রিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. সোহেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার কুতুবজোমের কালামিয়া বাজারের চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মো. সোহেল স্থানীয় রাজা মিয়ার পূত্র। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী। আহতরা হলেন- মৃত ফোরকানের ছেলে মকসুদ মিয়া (৩৮), জালাল মিয়া (৩৫) ও ইমাম শরীফের ছেলে আলী মিয়া (৫০)।
সূত্রে জানা যায়, কুতুবজোমের ঘড়িভাঙ্গা এলাকায় একটি চিংড়ি ঘোনায় মজুদকৃত লবণ পরিমাফ করে বিক্রি করতে গেলে পিয়ারুর সাথে মকসুদ মিয়ার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে উভয় পক্ষের লোকজনদের মধ্যে হুমকি-ধমকি চলে আসছিল। এ ঘটনার জেরেই এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সন্ধ্যার দিকে কালামিয়া বাজার এলাকার মৃত আনছারের পুত্র প্রকাশ পিয়ারু ও এরশাদ, কালাবাশি, ছিদ্দিক ও আনোয়ারসহ ১৫-১৭ জন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে যায়। তারপর তারা মুহাম্মদ সোহেল, মকছুদ, জালাল মিয়া ও ফোরকানকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে এবং আহতদের উদ্ধার করতে বাধা দেয় তারা। পরে তারা চলে গেলে বাজারে থাকা লোকজন আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মো. সোহেলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, কুতুবজোমে একটি হামলার ঘটনায় একজন মারা গেছে এবং আরও ৩ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
১৩৯ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪৩ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫১ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
১৬০ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
১৬০ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
১৬০ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
১৬০ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
১৬২ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে