আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাতারবাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে শত-শত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে যোগ দেন মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ শাহারিয়া।
মঙ্গলবার (২ জানুয়ারি) মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস.এম আবু হায়দারের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমেদ, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাজেদুল করিম, সহসভাপতি সেলিম উল্লাহ, মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহারিয়াসহ মহেশখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এর আগে মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহারিয়ার নেতৃত্বে মাতারবাড়ি মজিদিয়া মাদ্রাসা মাঠ থেকে ইউনিয়ন ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীরা মিছিল সহকারে পথসভাস্থলে যোগ দেয়।
১৩৯ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪৩ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫১ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
১৬০ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
১৬০ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
১৬০ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
১৬০ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
১৬২ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে