প্রতিবেশের সুরক্ষা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে : বন ও পরিবেশ মন্ত্রী মো: শাহাব উদ্দিন
'গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্য-কে সামনে রেখে মৌলভীবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রী মো: শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে। প্রতিবেশের সুরক্ষা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। মানুষের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রয়োজনীয়তা অপরিসীম। ছাদ কৃষি ও সামাজিক বনায়নয়ের মাধ্যমে দেশের মোট বনায়নের পরিমাণ বৃদ্ধি করারও আহবান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, জলাবায়ু ও উঞ্চতা নিয়ত্রনে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাড়ে কোটিসহ ২০ কোটি গাছ লাগানো হবে, এতে করে বৃষ্টি হবে ও উঞ্চতা কমবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বৃক্ষমেলায় সরকারি ও বেসরকারি মোট ২২টি স্টল অংশ গ্রহন করেছে।
৫ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৭ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৪ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৬ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে