ডোমারে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত জয়পুরহাটে ১২০ টাকা খরচ করে স্বপ্ন পূরণ হলো ১৩ জন তরুণ-তরুণীর ভুল হলে শিক্ষা নিয়ে এগুতে চাই: মাহফুজ আলম ভিসির কার্যালয়ে নজরদারিতে সিসি ক্যামেরা স্থাপনের চেষ্টা প্রো-ভিসির মিরসরাইয়ে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়া তথ্য উপদেষ্টার উপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজে'র নিন্দা নাগেশ্বরীতে চরাঞ্চলের উন্নয়নে সাংবাদিক ও এনজিও’র ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নে জেন্ডার সমতা ও দায়িত্ব, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ/মত বহির্ভূত বিবাহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীমঙ্গলের শাপলাবাগ মাদক ব্যবসা বন্ধে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কচুয়ায় সরকারি খাল দখল করে কালভার্ট নির্মাণের অভিযোগ রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৩ দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম গ্রেফতার সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন - মামুনুর রশিদ মামুন আশাশুনিতে বিভিন্ন দাবীতে স্বাস্থ্য সহকারীদের স্বারকলিপি প্রদান ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ের সড়কে বর্ষা আসতেই শুরু হয় যানচলাচলে ভোগান্তি, রাস্তা উঁচু করতে ইউনিয়ন বাসীর দাবি। ঈদুল আজহা উপলক্ষে বাকৃবিতে ১৪ দিনের ছুটি ঘোষণা

সিলেটের জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসায় দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন

সিলেটের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ সিলেটের দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত জামেয়ার মাদানী মসজিদ কমপ্লেক্সে এই মুবারক মজলিস অনুষ্ঠিত হয়।

জামেয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ এর সভাপতিত্বে ও সদরুল মুদাররিসীন মুফতী সায়েম কাসেমীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দরগাহপুর টাইটেল মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খাঁন।

নতুন শিক্ষাবর্ষে শুরু হওয়া জামেয়ার দাওরায়ে হাদীসের প্রথম ব্যাচের তালিবুল ইলমদেরকে তিনি বুখারী শরীফের ইফতেতাহী দরস প্রদান করেন।

এছাড়াও আজকের মজলিসে আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন খলীফায়ে গহরপুরী শাইখুল হাদীস মাওলানা শফীকুল হক সুরইঘাটী, কাজিরবাজার মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সুবহান, টিকরপাড়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা লোকমান আহমদ তহিপুরী ও জামেয়ার নবনিযুক্ত শাইখুল হাদীস মুফতী হারুনুর রশীদ সাহেব। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইলমে হাদীসের গুরুত্ব ও দাওরায়ে হাদীসের ফযীলত, সহীহ বুখারীর বৈশিষ্ট্য এবং সহীহ হাদীস সংরক্ষণে ইমাম বুখারীর ভূমিকার পাশাপাশি হাদীস সংক্রান্ত জরুরী বিষয়াদী এবং ইলমের আদাব সহ নানাবিধ বিষয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন; বছরব্যাপী আসাতিযায়ে কেরামের দিনরাত মেহনতের ফলে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় জামেয়ার ঈর্ষণীয় ফলাফলে সিলেট সহ সকল দ্বীনি মাদারিসে জামেয়া শামীমাবাদ এক অনন্য উচ্চতায় আসীন হয়েছে।

সভাপতির বক্তব্যে জামেয়ার মুহতামিম হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত চৌদ্দ বছরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন; ভাড়া বাসায় শুরু হওয়া এই দ্বীনি প্রতিষ্ঠান কালের চড়াই-উতরাই পেরিয়ে আজ নিজস্ব জায়গায় স্থানান্তরিত হয়েছে। ক্রমান্বয়ে আজ জামেয়া একাডেমিক শিক্ষাকার্যের সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসের উদ্বোধন হলো। ইতিহাসের এই সোনালী সময়ে জামেয়া সংশ্লিষ্ট শুভাকাঙ্ক্ষী সকলের কৃতজ্ঞতা আদায় করেন। পাশাপাশি তিনি বলেন; দাওরায়ে হাদীসের সম্পর্ক হলো রওজায়ে আতহারের সাথে। এর কার্যক্রম শুরু হওয়া যেমন আশার প্রতীক, তেমনি আশংকাও রয়েছে। হাদীসের কিতাব সমূহের হক আদায় করে ইলমে হাদীসের শান অনুযায়ী যেন আমরা খেদমত করে যেতে পারি—এজন্য জামেয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। 

মজলিসের শুরুতে শিক্ষাবিভাগ গুরুত্বপূর্ণ নিয়মকানুন সহ বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণদের পুরষ্কার ঘোষণা করেন জামেয়ার সম্মানিত নাযিমে তালীমাত মুফতী খায়রুল ইসলাম। 

এছাড়াও মজলিসে উপস্থিত ছিলেন ভার্থখলা মাদরাসার মুহতামিম হাফিয মাওলানা মজদুদ্দিন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রেজাউল করীম জালালী, শিক্ষানুরাগী ও জামেয়ার শূরা সদস্য হাজী নুমানী চৌধুরী, জামেয়া মুহাম্মদিয়ার মুহতামিম মাওলানা ওয়ারিসউদ্দীন সাহেব, সৈয়দপুর মাদরাসার মুহাদ্দিস হাফিয মাওলানা আলী আহমদ প্রমুখ। 

পরিশেষে মজলিসের প্রধান অতিথি আল্লামা নুরুল ইসলাম খাঁন এর দোয়ার মাধ্যমে মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, ১০ অক্টোবর ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়া জামেয়া শামীমাবাদে নতুন শিক্ষাবর্ষে ৭৩৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

Tag
আরও খবর