হে জনতা-
মোঃ সাদিকুল ইসলাম
অমুক নেতা তমুক নেতা বলে
তেলবাজি করে লাভটা কি তোমাদের
যদি দূর্নীতিতে ছেয়ে যায় এই ভূমি
সেই নেতাদের কালো রাজনীতির থাবায়।
উন্নয়নের নামে ভাঙ্গে তারা নদীর বাঁধ
অশ্রু ঝড়ায় অসহায় মানুষের
প্রতিবাদ করার মতো কেহ নাই
মাথায় রেখে হাত।
তবে হে জনতা এক হও
বাঁচাও রাষ্ট্রের প্রাণ
আমরা বাঙালি, তবে নই দুর্নীতিবাজ
এটাই করো প্রমাণ।
৫ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯ দিন ২০ মিনিট আগে
৯ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
২১ দিন ৪৪ মিনিট আগে
২৯ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে