লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

পাঁচ বছরেও শুরু হয়নি নালিতাবাড়ীর পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজ

মেহেদী হাসান সাকিব ( Contributor )

প্রকাশের সময়: 07-10-2022 01:56:05 pm

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা:

শেরপুরের নালিতাবাড়ীতে সাধারণ মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তার লক্ষ্যে পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের পাঁচ বছর অতিবাহিত হলেও শুরু করা হয়নি এর নির্মাণ কাজ।

বিগত ২০১৭ সালের ৯ নভেম্বর পৌরশহরের ৭ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন ওই পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জানা গেছে, ভারত থেকে নেমে আসা খরস্রোতা দুরন্ত ভোগাই নদী নালিতাবাড়ী উপজেলার মাঝখান দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার ১২ টি ইউনিয়ন দুই ভাগে বিভক্ত হয়েছে। নদীর এপার থেকে উপার যোগাযোগের জন্য এই নদীতে ৪ টি ব্রীজ নির্মাণ করা হয়েছে। বর্তমান থানা ভবনটি পৌরশহরের তারগঞ্জ দক্ষিণ বাজারে অবস্থিত হওয়ায় নদীর পূর্ব পাশে রামচন্দ্রকুড়া ও মন্ডলিয়া পাড়া, কাকরকান্দী, নালিতাবাড়ী, রুপনারায়নকুড়া ও মরিচপুরান এই ৫ টি ইউনিয়নের নাগরিক নিরপত্তা সুবিধার কথা বিবেচনা করে ২০১৭ সালের ৯ নভেম্বর পৌরশহরের ৭ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন একটি পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। ওই সময় তার সাথে ছিলেন স্থানীয় এমপি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না। প্রায় ২০ শতাংশ জায়গার চারদিকে বাউন্ডারী দেয়াল ও ছোট একটি পকেট গেইট। আর ভিতরে সব জায়গায় জঙ্গলে ভর্তি হয়ে বিভিন্ন প্রজাতির আগাছা জন্মে আছে। যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেই নেম প্লেটের সকল লেখাও মুছে গেছে। এছাড়া বসার জন্য ভিটি পাকা করে দুটি ছাতা বানিয়ে রাখা হয়েছে এখানে।

সংশ্লিষ্ট ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোরাদ হোসেন টেটন বলেন, এখানে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হলে আমাদের এই অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য পুলিশ খুব দ্রুত ব্যবস্থা গ্রহন করতে পারতো। আমরা চাই এই পুলিশ ফাঁড়ির কাজ খুব দ্রুত শুরু করা হোক।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে ডিসি অফিস অথবা এসপি অফিস থেকে যদি কোন প্রকার তৎপরতা গ্রহণ করা হয় তাহলে বরাদ্দ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।