ময়মনসিংহের নান্দাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের সমন্বয়ে (৯-১১ এপ্রিল) ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১এপ্রিল)উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর (এনআইএলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সদনপত্র তুলে দেওয়া হয়।
এতে উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচিবগনকে দুইটি ভাগে মৌলিক প্রশিক্ষণ কোর্সে ১৮২ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
সমাপনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, এনআইএলজি এর গবেষণা কর্মকর্তা মতিয়ার আহম্মদ, সহকারী কমিশনার (ভূমি)এটিএম আরিফ,উপজেলা প্রকৌশলী শাহবো রহমান সজিব প্রমুখ।
জানা যায়,গত ৯ এপ্রিল ৩দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়। উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল এই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।
১৫ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
২১ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৪ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে