নান্দাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর উদযাপন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক" আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনিক ভবন সন্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন,বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান,মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম,যুব উন্নমন কর্মকর্তা ফয়েজ উদ্দিন,নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মো.ওবাযদুর রহমান, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন,১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের নিয়ে সাংবিধানিকভাবে সরকার গঠিত হয়েছিল।১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এইদিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং একই বছরে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথগ্রহণ করেন। জাতির পিতার নির্দেশনা আনুযায়ী এ সরকার গঠিত হয়। নিয়মতান্ত্রিকভাবে গঠিত এ সরকারের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।
১৫ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৪ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে