নান্দাইলে এক দিনে একাই কাটলেন ৫০ শতক জমির ধান
দিনমজুর নূরুল আমীন (৩২) একাই ৫০ শতক জমির ধান কেটে গ্রামের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন।খবর পেয়ে নূরুল আমীনের ধান কাটা দেখতে প্রচণ্ড গরমের মধ্যেও শত শত লোকের ভিড় জমে।
নূরুল আমীন ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে গ্রামেই বসবাস করেন। পেশায় একজন দিনমজুর। বিভিন্ন মৌসুমে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা তিনটার দিকে ভাটিসাভার গোরস্থান বাজারের পাশে অবস্থিত জমিতে নূরুল আমীনকে ধান কাটতে দেখা গেছে। জমির মালিক হচ্ছেন একই গ্রামের আব্দুল জলিল (৫৫)।তিনি বলেন, নূরুল আমীন প্রতি ১০ শতক জমির ধান কাটার জন্য ৭০০ টাকা চেয়েছেন। ৫০ শতক জমিতে বিআর ২৮ জাতের ধান লাগিয়েছিলেন।
জমিতে থাকা পাকা ধান এক দিনে কেটে দিতে পারবেন বলে নূরুল আমীন তাঁকে জানান। তাঁর হয়তো টাকার প্রয়োজন ছিল। তাই খুব করে ধরেছিলেন। ফলে তিনি আর না করতে পারেননি। কিন্তু চার-পাঁচজনের কাজ নূরুল আমীন একা করায় তিনি যারপরনাই হতবাক হন। শুধু তিনি নন, গ্রামের লোকজন খবর পেয়ে নূরুল আমীনের ধান কাটা দেখতে প্রচণ্ড গরমের মধ্যেও শত শত লোকের ভিড় জমে।
সরেজমিনে দেখা যায়, গোরস্থান বাজারগামী সড়কের দুই পাশে লোকে লোকারণ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে নূরুল আমীনের কাজের বিষয়টি প্রচার (ভাইরাল) হওয়ার পর থেকে এলাকায় লোকজনের ভিড় জমে।
প্রচণ্ড রোদে ধান কাটার পর নূরুল আমীন জমির মালিকের বাড়ির পাশে বসে বিশ্রাম নিচ্ছেন। কাছে গিয়ে জানতে চাইলে নূরুল আমীন বলেন, ‘আমি সব সময় ২০-৩০ শতক জমির ধান একাই কাটি। কিন্তু গ্রামের লোকজন সেটা বিশ্বাস করতে চান না। অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। তাই সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিই, ৫০ শতক জমির ধান আমি একা এক দিনে কাটব। এ ভাবনা নিয়ে জমির মালিকের সঙ্গে প্রতি ১০ শতক জমির ধান কাটা বাবদ ৭০০ টাকা চুক্তি করি।’ এক দিনে তাঁর রোজগার হবে ৩ হাজার ৫০০ টাকা। এ টাকা তিনি সংসারের কাজে লাগাবেন।
১৫ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৪ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে