মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ডেন্টাল বিভাগের যাত্রা শুরু বারইয়ারহাট বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি

৬ বছর ধরে দাঁড়িয়ে থেকেই সময় কাটছে নুরুল আমিনের


৬ বছর ধরে দাঁড়িয়ে থেকেই সময় পার করছেন মো.নুরুল আমিন(৩৮)।দিনরাত সবসময় দাঁড়িয়ে থাকেন তিনি।ঠিকমতো তিনি খাননা,গোসল করেননা,ঘুমানননা।মাঝেমধ্যে কখনো রাতে অল্প ঘুমান। তাও আবার ঘরের বাহিরে দাঁড়িয়ে বা বসে থেকে।আর বাকি সময় কাটে তার দাঁড়িয়ে থেকে।মাঝে মাঝে অল্প সময় বসেও থাকেন তিনি।


মো. নুরুল আমিনের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের চৈতনখালী গ্রামে।পিতা আবুল হোসেন বেঁচে নেই। মা জাহেরা খাতুন মানসিক ভারসাম্যহীন।


মধুপুর - দেওয়ানগঞ্জ সড়কের পাশে চৈতনখালী মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন ছোট টিনের দুচালায় তার বসবাস। হতদরিদ্র নুরুল আমিনের সংসারে রয়েছে মানসিক ভারসাম্যহীন মা ও ৪ ভাই।ভাইদের মধ্যে সে দ্বিতীয়। তিনি বিয়ে করেননি। 


সরেজমিন চৈতনখালী গ্রামে নুরুল আমিনের বাড়িতে গিয়ে দেখা যায়,বাড়ির সামনে রাস্তার পাশে নুরুল আমিন দাঁড়িয়ে রয়েছেন। পরনে কালো লুঙ্গী ও খালি গায়ে জড়ানো রয়েছে কালো চাদর। এক পোশাকেই তিনি থাকতে বেশী পছন্দ করেন।দাড়ি,গোফ ও মাথায় ঝট বাঁধা লম্বা চুল।


নুরুল আমিনের সাথে কথা বলে জানা যায়,১২ বছর ঢাকায় একটি টেক্সটাইল মিলে চাকুরী করেছেন তিনি।ভালোই চলছিল তার সময়। কিন্তু হঠাৎ তার কি জানি হয়ে গেল। কাজে মন বসেনা।কোনকিছু তার ভালো লাগেনা। ছটপট মন।কিছুতেই তিনি শান্তি পাচ্ছিলেননা।না পারেন বসে থাকতে,না পারেন শুইতে।ঘুমও আসেনা তার চোখে।মন যেন চায় সবসময় বাহিরে দাঁড়িয়ে থেকে সময় কাটাতে।এতেই তার যেন কিছুটা ভালো লাগে।


এরপর থেকেই দাঁড়িয়ে তার সময় কাটছে। দিনরাত সবসময় তিনি দাঁড়িয়ে থাকেন। যখন ক্লান্তবোধ করেন তখন বসে থাকেন।কখনো রাস্তার পাশে,বাড়ির সামনে,কখনো উঠানে,কখনো বা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকেন নুরুল আমিন।প্রতিবেশী ও পথচারীসহ উৎসুক মানুষ তার এই দাঁড়িয়ে থাকাটাকে বুঝতে পারেননা।


নুরুল আমিন বলেন,কতদিন ধরে তিনি এভাবে দাঁড়িয়ে বা বসে থাকবেন তা নিজে বলতে পারেননা।আল্লাহই ভালো জানেন।আমারে অনেকেই পাগল বলে।কিন্ত আমিতো পাগল না।


তাছাড়া অসুখের কারনে ঠিকমত গোসল করতে পারিনা,গোসল করতে মন চায়।আমার অসুখের পর থাইক্কা মাথার চুল ঝট হইছে।আমি সবসময় এক পোষাকেই থাহি।পোষাক পাল্টাইতে পারিনা। পেটে ভোগ লাগলে যহন মন চায় তহন খাই।কথাও বলিনা,যহন মন চায় তহন কথা বলি।


তিনি জানান,অসুখের কারনে ভালো মানুষের মতো কোনকিছু করতে পারিনা।ঘরে যাইতে পারিনা।বাইরেই সবসময় দাঁড়াইয়া থাহি, বইসা থাহি।কেন এইরকম করি তা আমি বলতে পারিনা।উপরওয়ালাই ভালো জানেন।চিকিৎসা করতাছি।কবিরাজে কইছে এটি উপরের সমস্যা। মানে মাথার সমস্যা। চিকিৎসা করলে ভালো অইবো।সময় লাগবো আরকি।


নুরুল আমিনের প্রতিবেশী রিটন বলেন, ৬-৭ বছর ধইরা নুরুল আমিন এই জায়গায় দাঁড়াইয়া থাহে।সে খায়না, গোসল করেনা,ঘুমায়না।


নুরুল আমিনের ভাতিজা তরিকুুল ইসলাম বলেন, নুরুল আমিন ৬-৭ বছর ধইরা অসুস্থ। সে দিনরাত সবসময় দাঁড়াইয়া থাহে।রাতেও সে দাঁড়াইয়া ঘুমায়। সে ঠিকমত গোসল করেনা,খায়না।


নুরুল আমিনের মামী মঞ্জিলা খাতুন বলেন,অনেক বছর ধইরা নুরুল আমিন বাইরে থাহে,ঘুমায়না।ঝড়, বৃষ্টি,বাদল শীত সবসময় সে বাইরে থাহে।ঘরে যায়না।দাঁড়াইয়া ঘুমায়।আবার বইসাও ঘুমায়।কোনসময় বইয়া থাহে। এইভাবেই সে বাইরে থাহে।


স্থানীয় ইউপি সদস্য মো.নয়ন মিয়া বলেন,দীর্ঘদিন ধরে নুরুল আমিন এক জায়গায় দাঁড়িয়েথাকে, একই পোষাক পড়ে। সে মনে হয় মানসিক রোগী।যদি তার চিকিৎসা করানো যায় তাহলে সে ভালো হইতে পারে।সমাজের বিত্তশালী মানুষ যদি তার চিকিৎসা করানোর ব্যবস্থা করেন তাহলে হয়তো সে সুস্থ জীবনযাপন করতে পারবে।

আরও খবর