ময়মনসিংহের নান্দাইলে আচারগাঁও ফাজিল মাদ্রাসার সহাকারী শিক্ষক (ইংরেজি)সাঈদ আহাম্মেদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।শিক্ষার মান নিশ্চিত করণ ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ বাছাই কমিটি তাহাকে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাঈদ আহাম্মেদ ২০২২ সালে আচারগাঁও ফাজিল মাদ্রাসায় সহাকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ২০১৯ সালে রাজাপুর ফাজিল মাদ্রাসায় সহাকারী শিক্ষক হিসাবে প্রথম যোগদান করেন।
জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা,শিক্ষকতার অভিজ্ঞতা,বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী, ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব ,সততা, সুনাম, শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং শ্রেণিকক্ষে পাঠদানে ব্যবহার, পেশাগত/গবেষণা মূলক সৃজনশীল প্রকাশনা, গুণগত মানের শিক্ষায় সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নিদর্শন, কমিটির কাজে দক্ষ ও আর্থিক শৃঙ্খলা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে উপজেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই করে ক্যাটাগরি অনুযায়ী সেরা নির্বাচিত করে উপজেলা প্রশাসনের মনোনীত বোর্ড।
এতে বছর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে (মাদ্রাসা পর্যায়ে)সাঈদ আহাম্মেদকে নির্বাচিত করা হয়।
সাঈদ আহাম্মেদ শিক্ষা প্রসারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার এই সফলতা প্রাপ্তিতে অগণিত শিক্ষক,শিক্ষার্থী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
সাঈদ আহাম্মেদ বলেন,পরিশ্রম কোনো দিনই বৃথা যায় না। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আমার আচারগাঁও ফাজিল মাদ্রাসাকে মনোনীত করায় উপজেলা প্রশাসনসহ শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাাই।
আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ আমার প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও সহকারী শিক্ষক সাঈদ আহাম্মেদকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করায় আমি গর্বিত ও আনন্দিত। উপজেলা প্রশাসনসহ শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই।
১৫ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৪ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে