১৭ কমিউনিটি ক্লিনিকে এক সপ্তাহের মধ্যে বিদ্যুত সংযোগের নির্দেশ এমপির
ময়মনসিংহের নান্দাইলে ১৭ টি কমিউনিটি ক্লিনিকে এক সপ্তাহের মধ্যে বিদ্যুত সংযোগের নির্দেশ প্রদান করেছেন স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৭৪ তম সভায় করতে তিনি এ নির্দেশ প্রদান করেন।
উপজেলায় ৪০ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। তম্মধ্যে ১৭ টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুত সংযোগ নাই। ১৭ টি কমিউনিটি ক্লিনিকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য পল্লী বিদ্যুতের ডিজিএমকে নির্দেশ প্রদান করেন।
এছাড়াও হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়মিত অপারেশন করার জন্য প্রযোজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা, ইসিজি মেশিন চালু করা, বিকল্প বিদ্যুতের ব্যবস্থা হিসেবে জেনারেটর চালু করায় সন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান
তুহিন।।
এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের সভাপতিত্বে সভায় নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ জুয়েল,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল মনসুর,নান্দাইল পৌরমেয়র মোঃ রফিক উদ্দিন ভূঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ, জুনিয়র কনসালটেন্ট সার্জারী ডাঃ শরিফুল আলম সজীব, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ এ এস এম শফিকুল ইসলাম মিলন, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ লায়লা কামরুজ্জাহান পান্না,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোতালেব, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাইদ,পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক শওকত আলী প্রমুখ।