অবহেলার পাত্র নাকি সভ্যতার স্থপতি? আদমদীঘিতে বাসযাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেয়ায় কাউন্টারকে জরিমানা আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন দই-মিষ্টির দোকানে জরিমানা শার্শায় জামাল হত্যার মামলায় আরও এক আসামি আটক লালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অন্যের জমি নিয়ে ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ লালপুরে মসজিদের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়।। সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে 'পশ্চিম সোনার পাড়া সমাজকল্যাণ পরিষদ' এর বহুমুখী উদ্যোগ। বড়লেখায় মৃত মোরগ বিক্রির প্রতিবাদ করায় প্রবাসীকে হেনস্তা,ব্যবসায়ি সমিতির সদস্য বরখাস্ত : তদন্ত কমিটি গঠন আশাশুনির বিছটে ভাঙ্গন রোধে রিংবাঁধের কাজ সম্পন্ন, স্বস্তি ফিরেছে বানভাসীদের নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন

দুই স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণ

দুই স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণ 


ময়মনসিংহের নান্দাইলে ফিল্মি স্টাইলে’ দুই স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা পাহারাদারদের বেঁধে রেখে সংঘবদ্ধ ডাকাতদল এই ডাকাতি করে।


শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে নান্দাইল মধ্যবাজারে চিনি মহাল মোড়ের কাছে দুইটি জুয়েলার্সের দোকান ও জুয়েলার্সের দোকানের পাশে থাকা ফলের দোকানে এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।


ডাকাতির সময় পালাতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।এসময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে।


জানা যায়, ২০-২৫ সদস্যের একদল ডাকাত নান্দাইল মধ্যবাজারে প্রবেশ করে বাজারের ৭-৮ জন পাহারাদারকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর রফিকুল ইসলামের মালিকানাধীন বিসমিল্লাহ জুয়েলারী ও আব্দুল মতিনের মালিকাধীন মুক্তা জুয়েলার্সের দোকানের তালা ভেঙ্গে ডাকাতি শুরু করে। 


এসময় বাজারের মধ্যে টহলরত  নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক এসআই পূর্ণ চিছাম সহ পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যেতে থাকে। পুলিশের সন্দেহ হলে সামনের দিকে এগিয়ে গেলে ডাকাতদল ফিল্মি স্টাইলে’ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। 


দুই দোকান থেকে ১৭ ভরি স্বর্ণ, ৮০-৮৫ ভরি রোপা ও নগদ প্রায় ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল। 


বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক রফিকুল ইসলাম জানান, রাত ৩ টার দিকে খবর পাই। এসে দেখি দোকানের সবকিছু এলোমেলো। আমার স্বর্ণের দোকান থেকে ১৩ ভরি স্বর্ণ,৫০ ভরি রোপা ও নগদ ৪লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। আ কিছু শেষ হয়ে গেছে। 


মুক্তা জুয়েলার্সের মালিক আব্দুল মতিন বলেন, আমার দোকানের থাকা ৪ ভরি স্বর্ণ,৩৫-৪০ ভরির মত রোপা ও নগদ ৪ লাখ টাকার মত তালা ভেঙ্গে নিয়ে গেছে।


মহাদি হাসান ফল ভান্ডার এর মালিক আঞ্জু মিয়া বলেন,ডাকাতের দুই সদস্য আমাকে আমার দোকান থেকে টেনে হিঁচড়ে বের করার সময় আমার দোকান থেকে নগত ১১ হাজার ৩৫০ টাকা নিয়ে যায়।


নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক এসআই পূর্ণ চিছাম  বলেন,রাতের বেলায় টহল দিতে গিয়ে মধ্যবাজারে ঢুকতেই চোখে পড়ে ১০-১২ জন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যাচ্ছে। তখন আমাদের সন্দেহ হয় এরা ডাকাত। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় ডাকাতদল। 


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, নান্দাইল মধ্য বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আমরা কাজ শুরু করে দিয়েছি। আশা করছি অতি শীগ্রই জড়িতদের খোঁজে বের করতে পারবো। আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে তৎপর আছে।

Tag
আরও খবর