আলোচনা সভা,কেক কাটা, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলসহ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ময়মনসিংহের নান্দাইলে বঙ্গবন্ধু তনয়া সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টয় নান্দাইল উপজেলা সদর ডাকবাংলো সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা আওয়াীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জন্মদিন পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান মান্নার সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য আলহাজ আনোয়ারুল আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কাসেম লাভলু, শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা বেগম শীউলি প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, সাইদূর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য মাহিদিউল আলম সারোয়ার (সোহাগ), তরুণ আওয়ামী লীগ নেতা মাহবুবুল হাসান রয়েল, আল-আমীন ভূইয়া রাহাত, শাহ্ আলম, নান্দাইল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল, নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, সহ সভাপতি জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু প্রমুখ।