আলোচনা সভা,কেক কাটা, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলসহ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ময়মনসিংহের নান্দাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টয় উপজেলা হলরুমে মহিলা সংস্থার আয়োজনে জন্মদিন পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ আনোয়ারুল আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া,মহিলা সংস্থার চেয়ারম্যান লাভলী সহ উপজেলা আওয়ামি লীগর নেতৃবৃন্দ।