'শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে আনন্দঘন এক আয়োজনের মধ্যদিয়ে ৪ জন শিক্ষককে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বুধবার (৫ অক্টোবর)রাত ৯ টায় বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার আয়োজনে উপজেলার নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এই সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো.শাহ আলম ভুঁইয়ার সভাপতিত্বে ৪ জন শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
সংবর্ধিত ও ফুলেল শুভেচ্ছাপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুলবুল,সিনিয়র সহ-সভাপতি,দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবীর ভুঁইয়া, কার্যকরী সদস্য, সময়ের চিত্র প্রতিনিধি সহকারী শিক্ষক মো. মোস্তফা কামাল এবং গনজয় পত্রিকার প্রতিনিধি সহকারী শিক্ষক মো.জিন্নাতুল ইসলাম মিলন।
আলোচনা ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মধ্য দিয়ে এসময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার প্রতিনিধি মো. আবু সাইদ,যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দিগন্তর পত্রিকার প্রতিনিধি তৌহিদুল ইসলাম সরকার।
ফুলেল শুভেচ্ছা প্রদানের পর এক আলোচনা সভায় বক্তারা বলেন,শিক্ষকতা একটি মহান ব্রত। নৈতিক বিচারে শিক্ষকদের চেয়ে সম্মানিত ব্যক্তি এবং শিক্ষকতার চেয়ে মর্যাদাপূর্ণ পেশা আর একটিও নেই।শিক্ষক ‘মানুষ গড়ার কারিগর’ নামে আখ্যায়িত।শিক্ষানিকেতন তার কর্মশালা। তিনি শিক্ষার্থীর মনন, মেধা ও আত্মশক্তির বিকাশ, পরিশীলন, উন্নয়ন ও প্রসার সাধনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।সর্বদা ন্যায়নীতির প্রশ্নে তিনি আপোসহীন।
সভাপতির বক্তব্যে মো.শাহ আলম ভুঁইয়া বলেন, একজন আদর্শ শিক্ষক দেশের শ্রেষ্ঠ সন্তান ও শ্রেষ্ঠ মানুষের অন্যতম।সমাজ ও জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। তাই বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সন্মান জানাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।
৮ দিন ১৬ ঘন্টা ৭ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে