ঈশ্বরগঞ্জে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবছরই প্রথমবার ‘ক’ শ্রেণিভূক্ত এ দিবসটি সারাদেশে পালিত হয়েছে।
শুক্রবার(৪ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সহকারী কমিশনার (ভুমি) মাহাবুবুর রহমান, প্রেসক্লাব আহব্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল হক, শারমিন আক্তার প্রমুখ।
ইউএনও হাফিজা জেসমিন বলেন,একটি রাষ্ট্র পরিচালনার সকল নিয়ম কানুনের সমষ্টি হচ্ছে সংবিধান।সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন।মানুষের মৌলিক অধিকারসমূহ সংবিধানে বর্ণিত রয়েছে। কিন্তু সাধারণ জনগণ এ সম্পর্কে অবগত নন। তাই এ দিবসটি যথাযথভাবে পালিত হলে সাধারণ মানুষ এ সম্পর্কে ধারণা নিতে পারবেন। এবছরই প্রথমবার ‘ক’ শ্রেণিভূক্ত দিবসটি পালিত হওয়ায় এ দিবসটি নিয়ে আজ আমরা গর্বিত।
৮ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৪ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে