নান্দাইলে রোপা আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে রোপা আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মঙ্গলবার (৮ নভেম্বর) দুপরে উপজেলার সাভার ও মোয়াজ্জেমপুর ব্লকে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে ধানের রোগবালাই ও ইদুর দমন ব্যবস্থাপনা, সরিষা আবাদ এবং আদর্শ বীজতলা নিয়ে আলোচনা করা হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোয়াজ্জেম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,উপসহকারী কৃষি অফিসার বিলকিছ,কাকলি,রবিউল আলম প্রমুখ।মাঠ দিবসে ১২০ জন কৃষক অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি নাদিয়া ফেরদৌসি বলেন,ব্রি ধান ৭১ এর জীবনকাল ১১৫ দিন। ফলন হেক্টর প্রতি ৫.৫ টন , যা চাষ করে সহজেই সরিষা আবাদ করা যায়।
প্রধান অতিথি মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ব্রি ধান-৯৪ এর জীবনকাল ১৩৪ দিন। ফলন হেক্টর প্রতি ৬-৬.৫ মেঃ টন। কার্তিকের শেষে বা অগ্রাহায়ণের প্রথমে যে জমিতে সরিষা লাগানোর মত জো কন্ডিশন থাকে না এমন জমি এবং আগাম চাষ করে সরিষা করা সম্ভব। যা আমনের জনপ্রিয় জাত ব্রি ধান-৪৯ এর বিকল্প হতে পারে এবং ফলন ব্রি ধান ৪৯ এর চেয়ে বেশি ফলে।
৮ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১৭ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে