অবহেলার পাত্র নাকি সভ্যতার স্থপতি? আদমদীঘিতে বাসযাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেয়ায় কাউন্টারকে জরিমানা আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন দই-মিষ্টির দোকানে জরিমানা শার্শায় জামাল হত্যার মামলায় আরও এক আসামি আটক লালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অন্যের জমি নিয়ে ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ লালপুরে মসজিদের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়।। সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে 'পশ্চিম সোনার পাড়া সমাজকল্যাণ পরিষদ' এর বহুমুখী উদ্যোগ। বড়লেখায় মৃত মোরগ বিক্রির প্রতিবাদ করায় প্রবাসীকে হেনস্তা,ব্যবসায়ি সমিতির সদস্য বরখাস্ত : তদন্ত কমিটি গঠন আশাশুনির বিছটে ভাঙ্গন রোধে রিংবাঁধের কাজ সম্পন্ন, স্বস্তি ফিরেছে বানভাসীদের নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ছোঁয়া

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ছোঁয়া


ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাল্যবিয়ে বন্ধে কাজ করার জন্য   বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া ময়মনসিংহের নান্দাইলের মেয়ে সানজিদা ইসলাম ছোঁয়া। 


শনিবার(১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার  আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামে ছোঁয়াদের নিজ বাড়িতে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন এবং নান্দাইল বইপড়া আন্দোলনের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।


নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল নিজ হাতে  উপজেলা পরিষদের পক্ষ থেকে সানজিদা ইসলাম ছোঁয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। 


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) এটি এম আরিফ।


নান্দাইল বইপড়া আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান সাংবাদিক এনামুল হক বাবুল।


এসময় উপস্থিত ছলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, সাংবাদিক আলম ফরাজি,রমেশ কুমার পার্থ,প্রভাষক আমিনুল হক বুলবুল, সাংবাদিক ফরিদ মিয়া,বইপড়া আন্দোলনের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম প্রমুখ। 


নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল বলেন,বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া আমাদের নান্দাইলের মেয়ে সানজিদা ইসলাম ছোঁয়া। বাল্যবিয়ে বন্ধে কাজ করার জন্য তিনি এ সন্মানে ভূষিত হয়েছেন।তার এ অর্জনে নান্দাইলবাসী হিসাবে আমরা আজ গর্বিত। এটি নিঃসন্দেহে সারা বাংলাদেশের জন্য গর্ব। উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খুব শিগগীর আমরা ছোঁয়াকে সংবর্ধনা প্রদান করবো।


প্রসঙ্গত,বাল্যবিয়ে বন্ধে কাজ করার জন্য   বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় সানজিদা ইসলাম ছোঁয়া স্থান পেয়েছেন। 

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ২০২২ সালের জন্য বিশ্বের ১০০ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে। এতে স্থান পেয়েছেন সানজিদা ইসলাম ছোঁয়া।


মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে রাজনীতি ও শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া,অ্যাক্টিভিজম ও অ্যাডভোকেসি, স্বাস্থ্য ও বিজ্ঞান—এই চার ক্যাটাগরিতে এসব নারীর তালিকা প্রকাশ করে।


এরমধ্যে অ্যাক্টিভিজম ও অ্যাডভোকেসি শাখায় আছে সানজিদা ইসলাম ছোঁয়ার নাম।চারটি ক্যাটাগরিতে নির্বাচিত ওই তালিকার একটি ক্যাটাগরিতে ২১তম স্থানে রয়েছেন ছোঁয়া। 


২০১৪ সালে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা অবস্থায় সাতজন সহপাঠীকে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে আন্দোলন গড়ে তুলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। সাত সহপাঠী নিয়ে গড়ে তোলেন সংগঠন ‘ঘাসফড়িং’। সেখান থেকে বাল্যবিবাহ প্রতিরোধ গড়ে তোলেন।এ পর্যন্ত তারা ৫০টি বাল্যবিয়ে প্রতিরোধ করেছেন বলে জানা গেছে।এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়েও ছোঁয়া ঘাসফড়িংয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলের নতুন সদস্যদের প্রশিক্ষণ দেন তিনি। তবে বর্তমানে তাঁরা প্রত্যেকে আলাদা আলাদা পরিসরে কাজ করছেন। 

Tag
আরও খবর