নান্দাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় চন্ডিপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নান্দাইল উপজেলার ২ শত ৬০ জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংবর্ধনা প্রদান করেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে ২ শত ৬০ জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের শীতের চাদর এবং দুপরের খাবার প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠসন্তান উল্লেখ করে এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেই একটি স্বাধীন- সার্বভৌম দেশ পেয়েছি। স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। তাদের এই আত্মত্যাগের মূল্য কিছুতেই শোধ হবে না।’
‘আজকের এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
এমপি তুহিন বলেন, ‘যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে তাদের ষড়যন্ত্রের জবাব দেবেন আপনারা।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, সহকারী কমিশনার (ভূমি)এটিএম আরিফ,নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির প্রমুখ।
৮ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১৭ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে