নান্দাইলে কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা শুরু
ময়মনসিংহের নান্দাইলে কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত দুই দিন ব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২২ শুরু হয়েছে।
পাঞ্জেরী প্রি-ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
স্থানীয় মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্লে হতে ৪র্থ শ্রেণী পর্যন্ত উপজেলার ১৪টি কিন্ডার গার্টেন স্কুলের মোট ৩২০ জন ছাত্র-ছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
২ ঘণ্টা সময়ের পরীক্ষায় সকাল ও বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সরেজমিন বুধবার সকাল ১১ টায় মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়,শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।
এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন মিনা জানান, ১৪টি কিন্ডার গার্টেন স্কুলের মোট ৩২০ জন ছাত্র-ছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।
পরীক্ষা কেন্দ্রের হলসুপার মো. আলাউদ্দিন বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা শুরু হয়েছে।এতে কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য আমরা এ বৃত্তি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেছি।
৮ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৪ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে