নান্দাইলে রায়পাশা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের নান্দাইলে রায়পাশা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা উচ্চ বিদ্যালয় মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রায়পাশা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম মন্ডল রিয়েলের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন মন্ডল ,স্কুলের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সকালে ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।মশাল প্রজ্জ্বলনের পর শুরু হয় দলগত ডিসপ্লে,স্কাউট, শ্রেণিভিত্তিক ও ছাত্র-ছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।
বিকালে ক্রিড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।
১৫ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
২১ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৪ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে