নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কমিউনিটি ব্যাংকে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু সহজ জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ আগামী সপ্তাহে জর্ডানের বাদশাহ’র সাথে বৈঠক বাইডেনের সাধারন ভোটারদের আস্থা রশিদ ঠিকাদার জয়পুরহাটে দুই ছাত্রীকে বিয়ে, তৃতীয়জনকে কুপ্রভাব ৪০ ফিলিস্তিনি নারীকে সুখবর দিল বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ কুতুবদিয়ায় খেলাঘরের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে ঝড়-তুফানের আশঙ্কা , সতর্কসংকেত ৭ অঞ্চলে ট্যুরিজম বোর্ডের সঙ্গে কাজ করবে ডিএনসিসি বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাবনা গৃহীত হলো জাতিসংঘে প্রান্তিক মানুষদের মূলধারায় নিয়ে আসতে চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী গরমে মাইগ্রেনের যন্ত্রণা প্রতিকারে যা করবেন ফের টালিউডের সিনেমায় বাঁধন চৌদ্দগ্রামে চাঁন্দিশকরায় মুয়াজ্জিনকে বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচছা. বড়লেখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নিয়াজ উদ্দিন, শ্রেষ্ঠ শিক্ষক সনজিৎ কান্তি দেব মুক্ত গণমাধ্যম সূচকে দুই ধাপ পেছাল বাংলাদেশ নাগেশ্বরীতে অসহায় পরিবারের উপর হামলা ও ভাঙচুর ৬ জনের নামে মামলা

নাঙ্গলকোটে দৈনিক রূপসী বাংলার ৫৩ বছরে পদার্পণে কেক কাটা ও আলোচনা সভা


কুমিল্লার প্রাচীনতম দৈনিক রূপসী বাংলার ৫৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে গতকাল মঙ্গলবার কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও দৈনিক রূপসী বাংলার নিজস্ব প্রতিবেদক এবং  প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী।

বক্তব্য রাখেন, নাঙ্গলকোট থানা সহকারি পরিদর্শক (এস আই) নাজমুল ইসলাম, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারন সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ বাহার, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরবিন্দ দাস, ক্রীড়া সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ শাহজাহান, সদস্য জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, কুমিল্লার প্রাচীনতম দৈনিক রূপসী বাংলার নামকরণের মধ্যে আমাদের মা-মাটির প্রতি মমত্ববোধ এবং গ্রাম-বাংলার অপরুপ সৌন্দর্য নিহিত রয়েছে। যিনি রূপসী বাংলার নামকরণ করেছেন তিনি সাধুবাদ পাওয়ার যোগ্য। কুমিল্লা অঞ্চলে নিরপেক্ষ সংবাদ প্রকাশের ক্ষেত্রে দৈনিক রূপসী বাংলার গ্রহণযোগ্যতা রয়েছে। আমার জানা মতে, এ পর্যন্ত রূপসী বাংলা এমন কিছু প্রকাশ করেনি, যাতে তার নিরপেক্ষতা ক্ষুন্ন হয়েছে। সংবাদ কর্মীদের কাজ হচ্ছে, সত্য উদঘাটন করা। কোন ঘটনা শুনলে নিউজ হবে না। এটা যাচাই করতে হবে। পুলিশের সাথে সাংবাদিকদের কাজ হচ্ছে, পারষ্পরিক সহযোগিতা ও সমঝোতা। আমি আশা করি, রূপসী বাংলা ৫২ বছর নয় ১শ বছর পূর্ণ করবে। আগামীতে রূপসী বাংলা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবে।

Tag
আরও খবর