শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন একটি ফুটবেইলি সেতুর একাংশ ভেঙে এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করা হয়েছে এবং দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) উপজেলার নড়িয়া বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন কীর্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলমান আছে। নির্মাণকাজের সুবিধার জন্য গত বছর ডিসেম্বর মাসে পুরানো সেতু ভেঙে নদীর ওপর ফুট বেইলি সেতু নির্মাণকাজ শুরু করা হয়। বুধবার সকাল ৯টার দিকে একটি বালুভর্তি বাল্কহেড সেতুটির নিচ দিয়ে যাওয়ার সময় এর পিলারের সাথে ধাক্কা খায়। এতে সেতুর একটি অংশ ভেঙে পড়ে বালু বোঝাই বাল্ক হেডের উপর পরে। এ সময় সেতুর ওপরে কর্মরত এক নির্মাণ শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা বাল্কহেডের চালক মো. হাসান হাওলাদার (৩০) ও সোহেল কিবরিয়া (২৬) নামে দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৭ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
৮ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২০ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে
২০ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে