জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান লালপুর থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, ওসিসহ ৪ পুলিশকে প্রত্যাহার উপজেলা আহ্বায়ক কমিটিতে সাবেক ছাত্রদল নেতা উৎফুল্ল নেতা-কর্মী সুন্দরবনে অপহৃত নারী সহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চৌদ্দগ্রাম মিরশ্বান্নী বাজার ছাগলকে নল দিয়ে পানি খাইয়ে মোটাতাজা করানোর সয়ম ৯জন কে আটক করেছে উপজেলা প্রশাসন। স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে কার ওপর ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা হেদায়েতের জন্য দোয়া করা কুষ্টিয়ায় সাহেরা খাতুন ফাউন্ডেশন ও হাজ্বী নায়েব আলী সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে-১০৪৩ কেজি টিসিবির পণ্য চুরীর অভিযোগ চিলমারীতে গাজায় গণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল একজন জনপ্রিয় অধ্যাপক এবং আদর্শ বাবার শেষ পরিণতি দৃঢ়ভাবে আগাও - নূরুল ইসলাম নাযীফ ফিলিস্তিন - শাহীন খান রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রশিবিরের বিক্ষোভ নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল স্টেশনে স্টপেজ দেওয়ায় পলাশের জনমনে স্বস্তি লালপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে নাগেশ্বরীতে প্রস্তুতি সভা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দীগ্রামে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের পথসভা

নরসিংদী জেলা পুলিশের কল্যন সভা অনুষ্ঠিত।

অদ্য ৩০ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হল  জেলা পুলিশ,নরসিংদী'র কল্যাণ সভা। নরসিংদী জ্রলা পুলিশ লাইনস্ এ আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। 


উক্ত কল্যান সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ। পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। 


পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার, নরসিংদী। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান। 


সভায় সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত গ্রেফতার ও হত্যা মামলার আসামী গ্রেফতার, ১০ এর অধীক লাল কালির ওয়ারেন্ট নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ সহকারী পুলিশ সুপার ১জন, পুলিশ পরিদর্শক ১০জন, এসআই ৭জন, এএসআই ২জন, নায়েক ১জন ও কনস্টেবল ২জনকে-সহ সর্বমোট ২৩ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


এছাড়াও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ পরিদর্শক ৪জন, এসআই ৩২জন, এএসআই ২৭জন, নায়েক ৭জন, কনস্টেবল ১০৪, সিভিল স্টাফ ৮জন-সহ সর্বমোট ১৭৭ জনকে আর্থিক পুরস্কার বাবদ মোট ১,৬৩,০০০/- (এক লক্ষ তেষট্টি হাজার) টাকা নগদ ও চেকের মাধ্যমে প্রদান করা হয়। 


গত কল্যাণ সভার সিদ্ধান্ত মোতাবেক যে সকল পুলিশ সদস্য তাদের পিতা-মাতার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখায় বিভিন্ন পদবীর ১৫০ জন পুলিশ সদস্যদের পিতা-মাতাকে শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি প্রদান করা হয়। 


এছাড়া, গত কল্যাণ সভার সিদ্ধান্ত মোতাবেক পুলিশ পরিদর্শক ৩জন, এসআই ১জন, এএসআই ৭জন, কনস্টেবল ১০, সিভিল স্টাফ ২জন-সহ সর্বমোট ২৩ জনকে আর্থিক সহায়তা বাবদ মোট ১,৩৭,০০০টাকা নগদ প্রদান করা হয়। তাছাড়া, ১১টি লাল কালির ওয়ারেন্ট তামিল করায় ১জন এসআই (নিঃ)-কে নগদ ১১,০০০টাকা এবং ১জন এসআই এর সন্তানের লেখাপড়ার জন্য নগদ ২,০০০ টাকা প্রদান করা হয়। অথ্যাৎ আজকের কল্যাণ সভায় সর্বমোট ৩,১৩,০০০  টাকা প্রদান করা হয়। 


উক্ত কল্যান সভাটি   সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আল-আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ যায়েদ শাহরীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মোঃ মেসবাহউদ্দিন-সহ সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।

Tag
আরও খবর