নিয়ামতপুরে সাড়া দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীরে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরের সাড়া দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীরে অত্যান্ত নি¤œমানের সামগ্রী (ইট) ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা প্রকৌশলী (এলজিইডি)’র অধীনে উপজেলার ভাবিচা ইউনিয়নের সাড়া দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণে অত্যান্ত নি¤œমানের ইট, বালি ও খোয়া ব্যবহার করতে দেখা যায়।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিস সূত্রে জানা যায়, ইজিপি প্রকল্পের আওতায় সাড়া দাখিল মাদরাসায় ১ লাখ টাকা বরাদ্ধের এই প্রাচীর নির্মাণ করা হবে। উক্ত প্যাকেজের কাজটি মেসার্স সুজা ট্রেডার্স নামের এক ঠিকাদার পায়। তার কাছ থেকে শাহজাহান সাজু নামে এক ব্যক্তি (যার বাড়ী সদর ইউনিয়নের বাতপাড়া গ্রামে) কাজটি ক্রয় করে নেন।
স্থানীয়রা ঠিকাদার সাজুর কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন । স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অনিয়মের কারণে কাজটি বন্ধ রাখতে বলা হলে তিনি তার মতার বলে কাজটি চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সাড়া দাখিল মাদ্রাসা সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলমান রয়েছে। সেখানে গেলে মাদ্রাসার সহকারী শিক ও স্থানীয়রা নিম্নমানের কাজে ােভ প্রকাশ করেন। দেখা যায় নিম্নমানের ইট ও খোয়া দ্বারা কাজ চলমান রয়েছে। সাড়া দাখিল মাদরাসার সহকারী সুপার হাবিবুর রহমান কাজের প্রতি ােভ প্রকাশ করে বলেন, যে প্রাচীরের কাজ চলমান রয়েছে তাতে এত নিম্নমানের ইট (৩নং) ও খোয়া ব্যবহার করা হচ্ছে তা কল্পনাধীন। কাজের প্রতি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সাড়া দাখিল মাদ্রাসার সুপার মোজাম্মেল হক জানান, বলার কিছু নেই, তারা কিছু নামধারী ক্ষমতাধর ব্যক্তির সাথে থেকে নিজেকে ক্ষমতাধর মনে করে। নিজেকে নামী দামী সংবাদিক বলে পরিচয় দেয়। শিশু শিার্থীদের নিয়ে চিন্তা হচ্ছে, যে নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে তাতে শিশুদের জীবনহানি না ঘটে। কাজ ভালোভাবে করার জন্য উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসেও গিয়েছিলাম, তারপরও কাজের চিত্র একই রকম।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জানান, কাজে কোনো ফাঁকি দেওয়া হচ্ছে না। শিডিউল মোতাবেক মানসম্মত সামগ্রী ব্যবহার করে নির্মাণকাজ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তদন্ত সাপে প্রয়োজনীয় পদপে নেওয়া হবে।
১৪ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে
৩২ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৯ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৪ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে
৬০ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৬১ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে
৬২ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে