"সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সমবায় কার্যালয় সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলচনা সভার আয়োজন করে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরসেদ এর সভাপতিত্বে ও মানিক বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা সমবায় কর্মকর্তা তাপস কুমার সরকার, উপজেলা বিআরডিপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, নওগাঁ পল্লীবিদ্যুুুুৎ সমিতির নিয়ামতপুর জোনের জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার পারভেজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, এ সময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সুবাস সরকার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দেরা ।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে নিবন্ধনকৃত ছয়টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি,
সমিতিগুলো হল নিয়ামতপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ,
আশার আলো ক্ষুদ্র ব্যবসায় সমবায় সমিতি লিঃ,
মানব সেবা ক্ষুদ্র ব্যবসায় সমবায় সমিতি লিঃ, পল্লী বিকাশ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, নিউ বরেন্দ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিমিটেড,
ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ।
১৪ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৩২ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৯ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৪ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
৬০ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৬১ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
৬২ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে