নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে কমিউনিটি সেন্টার কাম কনভেনশন সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ মেজবান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফিতা কেটে কমিউনিটি সেন্টার কাম কনভেনশন সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির পরিচালক ও ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, থানা অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান আসাদ, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোত্তালেব হোসেন বাবর, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, আশিকপুর দাখিল মাদ্রাসা সুপার মতিউর রহমান, শ্রীমন্তপুর ইসলামিয়া মাদ্রাসার সুপার আলতাফ হোসেন সহ ব্যবসায়ীক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদ আহমেদ বলেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার, আধুনিক কমিউনিটি সেন্টার নিয়ামতপুরের সৌন্দর্য বৃদ্ধি করবে।