পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান
নরসিংদীর পলাশে এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ সারকারখানা ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২ নভেম্বর ২০২৩ রোজ রবিবার দুপুর ১২ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাশ উপজেলা হেলিপ্যাডে অবতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে পলাশ হেলিপ্যাডে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, মাননীয় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, নরসিংদী ২ পলাশ আসনের মাননীয় সাংসদ ড. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার)পিপিএম, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম, পলাশ উপজেলা নির্বাহী অফিসার রবিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অতঃপর নরসিংদীর পলাশে নবনির্মিত ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পলাশ উপজেলা সহ নরসিংদী জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারকারখানা পরিদর্শন করেন।