পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান
নরসিংদীর পলাশে নানা রকম আয়োজনের মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী জমজমাট অনুষ্ঠান পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর রোজ শনিবার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সকাল ৬ টা ৪৫ মিনিটে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন এ-র শুভ সূচনা করা হয়। সকাল ৮ টা ৩০ মিনিটে পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আনছার,ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলার প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্যারেড,কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মহান বিজয় দিবস উদযাপন এ-র সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম, পলাশ থানা অফিসার ইনচার্জ মোহাঃ ইকতিয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার , মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি সিলভিয়া স্নিগ্ধা সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান গন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করেন।