নরসিংদীর পলাশে জনতা আদর্শ বিদ্যাপীঠে উৎসবমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
১ জানুয়ারী ২০২৪ ইং রোজ সোমবার সারা দেশের মতো নরসিংদীর পলাশে সকাল ১১ ঘটিকায় জনতা আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গণে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন কারিকুলামের পাঠ্য বই বিতরণ উৎসব পালিত হয়েছে। এ সময় বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জনাব মাসুদ খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা আদর্শ বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সহ সভাপতি ও আকিজ বশির গ্রুপের প্রতিষ্ঠান জনতা জুট মিলের মহা ব্যবস্হাপক মতিউর রহমান, প্রতিষ্ঠানের এডমিন আনিসুল হক উপস্হিত ছিলেন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা জুট মিলের সিবিএ সভাপতি ঈমান হোসেন, সাধারণ সম্পাদক শাহিন মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন আহবান মানবিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও পলাশ সাহিত্য সংসদ এর উদীয়মান কবি এবং সংগঠক মিনার হোসেন খান কাজল।
প্রধান অতিথি মতিউর রহমান বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে ফলাফল কার্ড তুলে দেন।ফলাফল কার্ড হাতে পেয়ে উৎফুল্ল প্রকাশ করে এবং বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থানরত অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।