নরসিংদীর পলাশে যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর কবির এ-র উদ্যোগে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী ২০২৪ রোজ মঙ্গলবার মাগরিব বাদ পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে পলাশ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবির এ-র উদ্যোগে যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা রকম আয়োজন ও কেক কাঁটার মাধ্যমে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর সভার সাবেক মেয়র শরিফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল সিএনজি স্টেশনের সত্ত্বাধিকার নাজমুল হক,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ স্বপন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মনা সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সকল সদস্য, পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ সভাপতি আজিজুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন খান সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর কবির এ-র সঞ্চালনায় পত্রিকার শুভকামনা প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ স্বপন, ঘোড়াশাল পৌর সভার সাবেক মেয়র শরিফুল হক। তাছাড়া প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত বর্তমান পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার তার বক্তব্যের দেশ ও সামাজিক প্রেক্ষাপটে সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরেন। আলোচনা শেষে নানা রকম শীতের পিঠা, সিংগারা, সমুচা, নানা রকম ফল ও মিষ্টি পরিবেশনের করা হয়। এ সময় নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।