নরসিংদীর পলাশে খানেপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের ছাত্র ছাত্রী বন্ধুূদের " এসো মিলি প্রাণে প্রাণে " পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারী রোজ শুক্রবার পলাশ উপজেলার কাঠালীয়া গ্রামে অবস্থিত শীতলক্ষ্যা রিভারভিউ পার্কে খানেপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ইং সালের এসএসসি ব্যাচের বন্ধুরা প্রতি বছরের মতো বাৎসরিক আনন্দ আয়োজন ও "এসো মিলি প্রাণে প্রাণে " পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান পালিত হয়েছে।
এক সময়ের তুখোড় ছাত্রদল নেতা ও বর্তমান সময়ের উদীয়মান কবি পলাশ সাহিত্য সংসদ এ-র কার্যকরী কমিটির সদস্য জাকির মুরাদের উদ্যোগে বন্ধুদের একত্রিত করে উক্ত মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বন্ধুরা একত্রিত হয়ে একে অপরের সাথে স্মৃতিচারণ করে আলোচনার মাধ্যমে আনন্দে মেতে উঠেন। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত শীতলক্ষ্যা রিভারভিউ পার্কে বৈকালিক আবহাওয়া ও মনোমুগ্ধকর দৃশ্য দেখে সবাই বিমোহিত মনে গল্প আড্ডায় মেতে উঠেন।
দিনশেষে কেক কাঁটার মাধ্যমে বাৎসরিক আনন্দ আয়োজন ও এসো মিলি প্রাণে প্রাণে পুনর্মিলনীর মিলনমেলা অনুষ্ঠানের সমাপ্তি হয়।