জনাব/জনাবা,
যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আশরাফ হোসেন, আমার প্রথম পুত্র মোঃ নুর হাবিব (১২)। তার মলদ্বারে ক্যান্সার হয়েছে। বর্তমানে প্রফেসর ডাঃ স্বপন কুমার নাথ প্রফেসর এবং রেডিওথেরাপি বিভাগের প্রধান (প্রাক্তন) রংপুর মেডিকেল কলেজ, রংপুর এর চিকিৎসাধীন আছে। এই রোগের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আমি একজন দিনমজুর দুস্থ অসহায় গরীব মানুষ। দীর্ঘদিন চিকিৎসা করানোর কারণে বর্তমানে আমার পক্ষে তার এই রোগের চিকিৎসা খরচ বহন করা প্রায় অসম্ভব। আমার সীমিত আয়ে সংসার চালাইতে খুব কষ্ট হয়। আমার ছেলের চিকিৎসার জন্য আরো অনেক টাকার প্রয়োজন। এমতাবস্থায় আমার সন্তানের চিকিৎসা করানোর জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার ছেলের চিকিৎসার জন্য যে যতটুকু পারেন আর্থিক সাহায্য দান করুন। আপনাদের আর্থিক সহযোগিতায় যেন আমার ছেলে সু-চিকিৎসা সহ সুস্থ ও সুন্দর জীবন ফিরে পায়।
অতএব প্রার্থনা এই যে, আমার উক্ত ছেলের সু-চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দানে জনাবের মর্জি হয়।
আবেদনকারী
মোঃ আশরাফ হোসেন পিতা: নজিবুল হক, গ্রাম: ডাক্তার পাড়া, ইউনিয়ন: ভজনপুর, থানা: তেঁতুলিয়া, জেলা: পঞ্চগড়।
যোগাযোগ মোবা: ০১৭৭০-৯১৮৮৪৬ (পার্সোনাল বিকাশ ও নগদ)
১১২ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে
২১৫ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩০৮ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪১০ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
৪১৭ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
৪৭৯ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৮৭ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৯৩ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে