।চলতি বোর মৌসুমে ময়মনসিংহের ফুলপুরে ধানের ফড়িয়া, আড়ৎদার ও মহাজনরা সের ও কেজির মারপ্যাঁচে এবং ভেজা ও কাঁচাধানের অজুহাতে ওজনে ৩/৪ কেজি কারচুপি করছে বলে বিক্রেতাদের বিস্তর অভিযোগ রয়েছে ।
এর মধ্যে আমুয়াকান্দা ভাইটকান্দি সহ আরো কয়েকটি বাজারে এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।
আরৎদার ও মহাজনদের এই গুটি চালনার মাঁর -পেচ নিয়ে অসহায় কৃষকরা স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলার বেশ কয়েকটি হাটবাজারে গিয়ে দেখা গেছে, ধানের পরিমাপ কেজির ওজনের কথা থাকলেও ধানের বাজারে এখনো চলে সের ওজনের বাটখারার মাপ।
আর মেট্রিক পদ্ধতির কেজির মাপযন্ত্র আরৎতের সামনে সুন্দর করে সাজিয়ে রাখা হয়।
কিন্তু ওই যন্ত্রে আর কোন ওজন হয় না।
কেউ কেউ আপত্তি জানালে সের -এর পরিবর্তে মেপে নেওয়া হয় কেজির বাটখারায়।
আর ওখানেই হিসাবের মারপ্যাঁচে কৃষকদের বিস্তর ঠকানো হচ্ছে।
মেট্রিক পদ্ধতির ওজন ব্যবহার না করলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানার বিধান রয়েছে।
এ বিষয়ে "কারোর" নজর না থাকায় ফড়িয়া সহ বড় ব্যবসায়ীদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে।।
আড়তে কেজির বাটখারার পরিবর্তে সেরের ওজন পরিমাপ করা হয়। কেজি থেকে সেরে পরিবর্তন সহজে সাধারণ কৃষকরা বুঝে ওঠে না। তাই ব্যবসায়ীদের মতানুসারেই ধান বিক্রি করতে হচ্ছে।
এ নিয়ে অনেক কৃষকের সাতে আলোচনা করা হলে তারা বলেন, ধানের মহাজনরা তাদের ইচ্ছামতো ধান মেপে নেয়। এতে আমাদের কিছুই বলার থাকে না। অনেক কৃষক এতে বাঁধা দিলে তাদের ধান আর নেওয়া হয় না এবং বিক্রেতাদের সাথে চরম দুর্ব্যবহার করে থাকেন তারা।
জানা যায়, উপজেলার সবগুলো বড় বড় হাট বাজারের ইজারাদার গন সিন্ডিকেট তৈরি করে
"এইসব অনিয়মকে নিয়মে পরিণত করেছেন। "
অসহায় কৃষকদের এই সকল বিষয়ে উপজেলা প্রশাসন এর পক্ষ হতে মোবাইল কোর্ট পরিচালনা করা এখন সময়ের দাবী!
২৭০ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৩১৫ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৬৩ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৬৪ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৩৩ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪৪৭ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫২৪ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
৫৩০ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে