আজ বিকেলে রাজারহাটে সাহিত্য বন্ধন (আলোর পথে যাত্রা) নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রাজারহাট প্রেস ক্লাব সভাপতি সরকার অরুণ যদুর সভাপতিত্বে প্রেস ক্লাব কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য বন্ধন (আলোর পথে যাত্রা) এর রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক (সাহিত্যিক ও সাংবাদিক) নাজমুল হুদা পারভেজ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাহিত্য বন্ধন উলিপুর শাখার সদস্য রফিকুল ইসলাম আনসারী ও মুকুল রাজ, ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক গোলাম মোসাইব, চিলমারী শাখার সদস্য সচিব মোরশেদুল ইসলাম মিজান।
আলোচনা সভার সঞ্চালনা করেন সাংবাদিক ও প্রভাষক আসাদুজ্জামান আসাদ।
আলোচনা শেষে সাহিত্য বন্ধন (আলোর পথে যাত্রা) এর ১২ সদস্যবিশিষ্ট রাজারহাট উপজেলা শাখা আহ্বায়ক কমিটি গঠিত হয়।
পরে সর্ব সম্মতিক্রমে সরকার অরুণ যদুকে আহবায়ক,বাদশা মিয়াকে সদস্য সচিব এবং আবু বক্কর সিদ্দিক, ভবতরণ রায়, মাসুদ রানা, রেজাউল হক, সঙ্গীতা সরকার, মনতাজিনা, মোনালিসা, রেদওয়ানুল রাহি, প্রীতিলতা ও মাহফুজ আল মামুনকে সদস্য করে ১২সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।