বর্ডার গার্ড বাংলাদেশ, রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি (পরিচালক) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক প্রেস বার্তায় এতথ্য নিশ্চিত করে জানান।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্টে একটি অভিযান পরিচালনা করে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।
রবিবার (১১ জুন) সন্ধা ১৯:০০ ঘটিকায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশী চলাকালীন টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজির চালক মোঃ শওকত আলী (৩৫), পিতা-আলী আহম্মদ, গ্রাম-কেরুনতলী, ডাকঘর-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে সন্দেহ হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। একপর্যায়ে তার শরীর এবং সিএনজি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তার সিএনজির অতিরিক্ত চাকার ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩০লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৩৫,০১,৫০০ টাকা (বার্মিজ ইয়াবা-১০,০০০ পিস × ৩০০/-=৩০,০০,০০০/ সিএনজি ০১টি = ৫,০০,০০০ এবং মোবাইল- ০১ টি = ১,৫০০। সহ আটককৃত আসামীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
৩ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৪৪ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪৮ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
১৬০ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৬১ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬১ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে