রামু উপজেলার পূর্বদ্বীপ ফতেখাঁরকুলে নবপ্রতিষ্ঠিত আল-ইহসান ইসলামিক সেন্টার (মোহাম্মদিয়া জামে মসজিদ সংলগ্ন) এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাদ্রাসা মিলনায়তনে শনিবার (১৭ জুন) বেলা ১১ টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। তিনি বলেন, সমাজ সংস্কারক, শিক্ষাব্রতী, প্রাজ্ঞ আলেমেদ্বীন মাওলানা মোহছেন শরীফ একটি দৃষ্টিনন্দন বৃহৎ পরিসরের মসজিদ নির্মাণ ও নতুন ইসলামী শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করে বৃহত্তর এই এলাকার জনসাধারণের ধর্মীয় ও সামাজিক চাহিদা পূরণ এবং নবপ্রজন্মের মাঝে সুশিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে অনন্য অবদানের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এভাবে তিনি বিভিন্ন এলাকায় যে ব্যাপক অবদান রেখে চলেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। দেশ -জাতির কল্যাণে তাঁর মত সৃজনশীল, উদার ও উদ্যোগী মানুষের বড়ই প্রয়োজন। আমরা আশাবাদী প্রাজ্ঞ এ আলেমেদ্বীনের সুদক্ষ পরিচালনায় এ জনপদের নবপ্রজন্মের সুশিক্ষা প্রাপ্তির চাহিদা পূরণে নতুন এ দ্বীনি শিক্ষাকেন্দ্র প্রোজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে। তিনি প্রতিষ্ঠাতাসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকাবাসীকেও এ প্রতিষ্ঠানের পাশে থাকার আহবান জানান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, আল-ইহসান ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ। তিনি বলেন, “যথেষ্ট চাহিদা থাকায় এলাকার মুসলিম শিশুদের পবিত্র কুরআন ও প্রাথমিক শিক্ষা অর্জন সহজকরণের লক্ষ্যে মুরব্বি ওলামায়েকেরামের অনুপ্রেরণায় এলাকার মুসলিম জনসাধারণের যথেষ্ট উৎসাহ ও সহযোগিতায় মহান আল্লাহর উপর ভরসা করে এ ইসলামিক সেন্টারটি প্রতিষ্ঠা করেছি। এখানে এলাকার যেসব বিশিষ্ট ব্যক্তিগণ আমাকে সরাসরি উৎসাহ ও সহযোগিতা প্রদান করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ। নতুন এ মাদ্রাসার সামগ্রিক উন্নতি-অগ্রগতির জন্য আন্তরিক দু’আ ও সহযোগিতা কামনা করছি”।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী জাফর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, রাজারকুল ইউনিয়ন সভাপতি সরওয়ার কামাল সোহেল।
প্রাণবন্ত এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল খালেক কওছর, সাবেক এমইউপি ফরিদুল আলম ও আলী হোছাইন, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম বুকুল, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার হাফেজ সাইফুল ইসলাম, রামু লম্বরীপাড়া দারুল কুরআন মাদ্রাসার পরিচালক, তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ব্যাংকার আব্দুর রহিম, এ মসজিদের সাবেক খতীব মাওলানা তারেকুল ইসলাম, তরুন রাজনীতিক মিজানুর রহমান বাদল, ফতেখাঁরকুল ইউপি সদস্য ছালামত উল্লাহ ও মাষ্টার আইয়ুব আলী।
মাওলানা মুফতি দেলাওয়ার হোছাইন এবং রাজনীতিক ও সমাজসেবক মুন্সী আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জামে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষানুরাগী জহিরুল ইসলাম, ইসলামিক সেন্টারের মাওলানা জাহেদ কলিমসহ শিক্ষক-শিক্ষার্থী, এলাকার দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গ ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের তিলাওয়াতে কুরআন, হাদীস শরীফ ও ইসলামী শুনে অতিথিবৃন্দসহ উপস্থিত সকলেই মুগ্ধ হন। অনুষ্ঠানে বিভিন্ন পরীক্ষা ও প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে এ দ্বীনি আয়োজন সমাপ্ত হয়।
৩ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৪৪ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪৮ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
১৬০ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে
১৬১ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৬১ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে